খুলনা: ২০ দলের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে খুলনায় হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ১২টায় মহানগরীর ফেরিঘাট মোড় থেকে শুরু হযে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপি।
অপরদিকে নগরীর শিববাড়ি মোড় থেকে সদর ও সোনাডাঙ্গা থানা আ’লীগ যৌথভাবে একটি মিছিল বের করে।
মিছিলটি শিববাড়ি মোড় থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত ¡দেন সদর থানা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও সোনাডাঙ্গা আ’লীগের সভাপতি সিদ্দীকুর রহমান বুলু বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫