খুলনা: সন্ত্রাস, নাশকতা, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাসহ শিক্ষার্থীদের জীবন ধ্বংস করার প্রতিবাদে খুলনায় শান্তি সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর দৌলতপুর শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নগরীর দৌলতপুর দিবানৈশ কলেজের অধ্যক্ষ মাহবুবুল হক।
প্রধান অতিথি ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার নিবাস চন্দ্র মাঝি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক টি এম জাকির হেসেন, কেএমপি ডিসি নর্থ ফজলুর রহমান, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আলী, খুলনা নাগরিক ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে। যা কোনো ভাবে স্বাধীন দেশে গ্রহণযোগ্য হতে পারে না। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। শান্তি প্রতিষ্ঠা করতে হবে। নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫