ঢাকা: সোমবারের (১৬ ফেব্রুয়ারি) নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে নিজ মন্ত্রণালয়ের এজেন্ডা থাকলেও সভায় অংশ না নেওয়ায় নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি আইনও আলোচনায় আসেনি।
হরতাল-অবরোধের প্রতিবাদে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, সোমবারের মন্ত্রিসভা বৈঠকে তিনটি এজেন্ডা থাকলেও নৌমন্ত্রণালয়ের একটি এজেন্ডা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ১৯০৮ সালের পোর্টস অ্যাক্ট আছে। এটা সংশোধন করতে হবে। মন্ত্রী (নৌপরিবহনমন্ত্রী) সোমবার ছিলেন না। তাই, এটা (এজেন্ডা) আলোচনা হয়নি।
সোবহান সিকদারকে ধন্যবাদ
অবসরোত্তর ছুটিতে (পিএলআর) যাওয়া প্রধামন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদারকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই কর্মকর্তার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয় বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। আবদুস সোবহান সিকদার (রোববার) অবসরোত্তর ছুটিতে গেছেন।
মন্ত্রিসভা মনে করে, তিনি বিচক্ষণ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। ৩৪ বছর বিভিন্ন পদে থেকে সরকার-জাতিকে সেবা দিয়েছেন। সে জন্য মন্ত্রিসভা আবদুস সোবহানের কাজের স্বীকৃতিস্বরূপ প্রশংসা করে। এ প্রেক্ষাপটে ধন্যবাদ প্রস্তাব করে তার অবসরোত্তর জীবনে সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে মন্ত্রিসভা।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোহবান ৩৪ বছরের চাকরিকালে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিবের দায়িত্বও পালন করেন।
রেলওয়ে বোর্ড (রহিতকরণ) আইন বাতিল
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১৪ সালের ১৪ জুলাই ‘বাংলাদেশ রেলওয়ে বোর্ড (রহিতকরণ) আইন- ২০১৪’ মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল।
পরে তা যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হলে আইনটির প্রয়োজনীয়তা নেই বলে মতামত আসে। ফলে, মন্ত্রিসভা এর আগে দেওয়া নীতিগত অনুমোদনটি বাতিল করে।
মন্ত্রিসভা কোনো অনুমোদন বাতিল করলেও মন্ত্রিসভায় আনতে হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
** ডিসিসি নির্বাচন দ্রুত আয়োজনের নির্দেশ
** মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আর্থিক ব্যয়ের ক্ষমতা বাড়ছে