ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র রুদ্ধ করলে ‘চরমপন্থি’ আসবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
গণতন্ত্র রুদ্ধ করলে ‘চরমপন্থি’ আসবে খন্দকার মাহবুব হোসেন

ঢাকা: গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে স্বাভাবিকভাবে দেশে চরমপন্থি উত্থানের পথ সুগম হবে বলে সরকারকে সতর্ক করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।



বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার দাবির জন্য আন্দোলনরত বিএনপি জোট নেত্রীকে তার গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

খন্দকার মাহবুব বলেন, দলীয় নেতাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকেও গুলশনা কার্যালয়ের গেট থেকে আটক করা হয়েছে। গত কয়েকদিন খাবার আটকে তাকে এবং তার সঙ্গে অবস্থানরতদের অভুক্ত রেখে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হচ্ছে।

তার মতে, খাবার আটকানোর খবর সংবাদ মাধ্যমে আসলেও পুলিশ প্রধান অসত্য বিবৃতি দিয়ে বলছেন, খাবার প্রবেশে পুলিশ কোনো বাধা দিচ্ছে না। তার এই অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য জনসম্মুখে পুলিশ বাহিনীকে হেয় করেছে।

আমরা মনে করি, সরকার অত্যন্ত সুক্ষ্মভাবে খালেদার জীবন নাশ করতে এই ঘৃন্য পথ গ্রহণ করেছে। তাই খাবার প্রবেশে বাধা বন্ধের দাবি জানাচ্ছি। যাতে রাজনৈতিক নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে পারে সেই গণতান্ত্রিক অধিকারের দাবি জানান খন্দকার মাহবুব।

তিনি বলেন, আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে স্বাভাবিক ভাবে দেশে চরমপন্থি উত্থানের পথ সুগম করে দেবে। এটা কোনো অবস্থায় আমাদের কাম্য হতে পারে না।

সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সহ সভাপতি খালেদ আহমেদ, রফিকুল ইসলাম মেহেদী, সহ সম্পাদক নাসরিন আকতার, এ কে এম রেজাউল করিম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।