ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

তিন দফায় ১৩ দিনের রিমান্ড শেষে কারাগারে ফালু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
তিন দফায় ১৩ দিনের রিমান্ড শেষে কারাগারে ফালু মোসাদ্দেক আলী ফালু

ঢাকা: তিন দফায় টানা ১৩ দিনের রিমান্ড শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রিমান্ড শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফালুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।

নতুন করে কোনো রিমান্ডের আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠিয়ে দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মাহবুবুর রহমানের আদালত।

গত ১ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টার দিকে ফালুকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরদিন ২ ফেব্রুয়ারি থেকে আদালতের মাধ্যমে খিলগাঁও থানার গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় পাঁচদিনের রিমান্ডে নেয় ডিবি। এ রিমান্ড শেষে ৭ ফেব্রুয়ারি থেকে বাড্ডা থানার গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় তিনদিন এবং সর্বশেষ ১১ ফেব্রুয়ারি থেকে মিরপুর থানার গাড়িতে ককটেল নিক্ষেপ করে যাত্রী হত্যাচেষ্টার মামলায় পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ।


বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।