ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
একই মামলায় এর আগেও ৫ দিনের রিমান্ডে ছিলেন রিজভী।
গত ৩০ জানুয়ারি দিবাগত রাতে বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব)। ১ ফেব্রুয়ারি থেকে রিভজীকে তিন মামলায় আরও তিন দফায় টানা ১৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর মধ্যে ১ থেকে বাড্ডা থানার গাড়ি ভাংচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যাচেষ্টা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের মামলায় তিনদিন, ৪ ফেব্রুয়ারি থেকে যাত্রাবাড়ী থানার বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় পাঁচদিন এবং ১০ ফেব্রুয়ারি থেকে একই থানার নাশকতার মামলায় পাঁচদিনের রিমান্ডে ছিলেন রিজভী।
সোমবার রিমান্ড মঞ্জুর হওয়া যাত্রাবাড়ী থানার বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায়(নং: ৫৮(১)১৫) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রিজভীকেও হুকুমের আসামি করা হয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশব্যাপী অনির্দিষ্ট কালের অবরোধের ডাক দেন এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশে অচলাবস্থা নিশ্চিত করার জন্য তার নেতাকর্মীদের নির্দেশ দেন।
তাইর প্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার সময় ঢাকা-ডেমরা রোডে মাতুয়াইল এলাকায় গ্লোরি পরিবহনের একটি গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িতে থাকা ৩১ যাত্রী অগ্নিদগ্ধ হন। তাদের মধ্যে মারা যান ১ জন এবং ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
রিমান্ড আবেদনে দাবি করা হয়, রিজভী তার কর্মপরিকল্পনায় জোটের পক্ষে বিভিন্ন প্রচারমাধ্যম, সংবাদ সম্মেলন, ফোনে ও সরাসরি দুস্কৃতিকারীদের নির্দেশ দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে প্রকাশ পায়।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫