ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ককটেল বিস্ফোরণে আহতদের দেখতে ঢামেকে নৌ-মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ককটেল বিস্ফোরণে আহতদের দেখতে ঢামেকে নৌ-মন্ত্রী নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান

ঢাকা: রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে গেলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

সোমবার ( ১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে আহতদের দেখতে আসেন শাজাহান খান।


 
আহতদের দেখে ফিরে যাওয়ার সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে।

আহতরা হলেন ফেরিওয়ালা মোতালেব হোসেন, ওবায়দুল হক এবং মন্ত্রীর গুলশান সমাবেশে অংশগ্রহণকারী শ্রমিক জোটের বাবুল আহমেদ।

এর আগে দুপুরে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা পরিষদের আহবায়ক শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও কর্মসূচিতে দুই দফায় চালানো ককটেল হামলায় আহত হন ৬ জন।   অন্য আহতদের মধ্যে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জাহাঙ্গীর, আল ‍আমিন ও শরীফসহ শ্রমিকলীগের ৪ জন এবং গুরুতর আহত ১ জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ককটেল বিস্ফোরণের  ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।