ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি কারাগারে

দিনাজপুর: দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টুকে ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



আদালোত সূত্র জানায়, ৫ জানুয়ারি দিনাজপুর জেল রোডের জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় কোতোয়ালি থানা পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

এ সময় ভাঙচুর করা হয় শহরের বিভিন্ন ব্যাংক বিমাসহ প্রতিষ্ঠান। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জ আশফাক বাদী হয়ে ৫৬ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করে।

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় এর আগে ১২ জনকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।