ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপির ৪ নেতা-কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ময়মনসিংহে বিএনপির ৪ নেতা-কর্মী আটক

ময়মনসিংহ: ময়মনসিংহে বিএনপির চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

নাশকতা সৃষ্টির অভিযোগে রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে সদর, ফুলপুর, ত্রিশাল ও ভালুকা উপজেলা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- শহরের কাঁচিঝুলি এলাকার যুবদলকর্মী আনু, ফুলপুরের মিরর, ত্রিশালের রামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম ও ভালুকা উপজেলার পৌর যুবদল নেতা শাওন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) ইমরান কবির ও ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।