ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদা জিয়া দেশকে জিম্মি করে রেখেছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
‘খালেদা জিয়া দেশকে জিম্মি করে রেখেছেন’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: হরতাল-অবরোধে চলমান সহিংসতা পরিস্থিতি স্বাভাবিক করার দায় বিএনপির বলে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্রেফ এ কথা জানিয়ে দেন অর্থমন্ত্রী।



তিনি বলেন, ‘একজন মহিলা দেশকে জিম্মি করে রেখেছেন। দেশের মানুষকে ভোগান্তিতে ফেলেছেন। এভাবে দেশ চলতে পারে না, স্বাভাবিক করার দায় বিএনপির। আর বিএনপি জানে কীভাবে দেশ স্বাভাবিক করতে হবে। ’

অর্থমন্ত্রী খালেদা জিয়াকে হরতাল-অবরোধ সহিংসতার ঘোষণা প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্লিজ উইড্রো করুন, এটি ডিজাস্টার। ’

জেলা পর্যায় অর্থনৈতিকভাবে ডিসফাংশনাল কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, নো ডিসফাংশনাল। তবে যোগাযোগ ব্যবস্থা ব্যহত হওয়ার কারণে ক্রাইসিস তৈরি হয়েছে।

চলমান সহিংসতায় যোগাযোগ ব্যবস্থা ব্যহত হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সবজি বিক্রোরা পথে বসে গেছে। আর পোশাক খাতের ক্রেতাদের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে। তবে দেশের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রাস্তায় যানজট দেখা যাচ্ছে। এখনও পুরো ফ্রি হয়নি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আরো বলেন, চলমান হরতাল-অবরোধে দেশের অর্থনীতির কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এ মাসের শেষের দিকে হিসেব-নিকেষ করা হবে।

বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।