গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের তেলিপাড়া এলাকায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় এবং হরতাল ও অবরোধে নাশকতার সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় সাত জনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হরতাল ও অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে সাত জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুলিশ ও স্থানীয়রা জানায়, সেমাবার ভোর ৪টার দিকে গাজীপুরের তেলিপাড়া এলাকায় ঢাকাগামী সায়েদাবাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
তবে ওই ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায় নি।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫