ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

পুলিশ বলছে

ময়মনসিংহে বিএনপির নেতাকর্মীরা নাশকতায় জড়িত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ময়মনসিংহে বিএনপির নেতাকর্মীরা নাশকতায় জড়িত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে নাশকতায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা জড়িত। এরাই নাশকতার পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা বলে দাবি করেছে জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক।



তিনি বলেন, নাশকতার এসব ঘটনা তদন্ত করে উদঘাটন করা হয়েছে। এ পর্যন্ত জড়িত থাকার সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

মঈনুল হক জানান, ৩ ফেব্রুয়ারি মুক্তাগাছায় ফায়ার সার্ভিসের গাড়িতে অগ্নিসংযোগ, একইদিন দুইটি যাত্রীবাহী বাস পোড়ানো ও ৯ ফেব্রুয়ারি মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় মুক্তাগাছা ও জেলা বিএনপি’র নেতারা জড়িত। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

এসপি জানান, এসব ঘটনায় ১৫ ফেব্রুয়ারি রাতে মুক্তাগাছা উপজেলার চেচুয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকা থেকে ওবায়দুর রহমান টুটুল (২৭), রাকিবুল ইসলাম (১৯), চান মিয়া চানু (২৬) ও চান মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে নিজেদের ছাত্রদলের কর্মী পরিচয় দিয়েছে বলে জানান পুলিশ সুপার। ।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘন্টা ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।