নাটোর: পেট্রোলবোমা ও ককটেল মেরে মানুষ হত্যা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না বলে মন্তব্য করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার চৌধুরী।
তিনি বলেন, বোমা মেরে মানুষ হত্যাকারী ও এসব সন্ত্রাসীদের শাস্তি মৃত্যুদণ্ড।
সোমবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর মোজাম্মেল হক এম উচ্চ বিদ্যালয়ে এক শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মশিউর রহমান।
ডিআইজি বলেন, সন্ত্রাসীদের স্বমূলে উৎপাটন করার দায়িত্ব আমাদের। যারা বোমা মারছে বা বহন করছে তাদের গ্রেফতারে প্রশাসন পিছপা হবে না।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ৬ জানুয়ারি থেকে দেশে হরতাল অবরোধের বোঝা চাপিয়ে দিলেও জনগণ তা বয়কট করেছে, এখন সবই চলছে। জনগণ সোচ্চার হচ্ছে।
শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহম্মেদ, র্যাবের ডিআইজি কর্নেল আদিল চৌধুরী, বিজিবি সেক্টর কমান্ডার রাজশাহী কর্নেল ছেরদাসু উল আহম্মেদ, ডিজিএফআই রাজশাহীর সহকারী পরিচালক কর্নেল আমিনুল ইসলাম, র্যাব-৫ রাজশাহীর পরিচালক মাহবুবুল আলম ও নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫