লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়ন জামায়াতের নেতা মো. নোমান হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের হাজিরহাট তালপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়।
জামায়াত নেতা নোমান চর ফলকন গ্রামের মাওলানা পাড়া এলাকার বাসিন্দা মৌলভী মাহবুর রহমানের ছেলে।
কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জামায়াত নেতা নোমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫