ঢাকা: সন্ত্রাস ছেড়ে গণতন্ত্রের পথে আসলেই বিএনপির সঙ্গে আলোচনা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরার আজমপুরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর ১৪ দল।
মেনন বলেন, সংলাপ এখন খারাপ শব্দ হয়ে গেছে। ১/১১ সময়ে যারা সংলাপের কথা বলেছেন, তাদের লক্ষ্য ছিল, দুইনেত্রীকে সরিয়ে দেওয়া। আজকেও সেই সংলাপেরই কথা উঠেছে। এটা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পারবেন না।
তিনি বুদ্ধিজীবীদের সমালোচনা করে বলেন, বিএনপি রাজনীতির মাঠে হেরে গিয়ে বিশিষ্ট ব্যক্তি আর বুদ্ধিজীবীদের মাঠে নামিয়েছেন। যারা বিশেষ সময়ে সুবিধে লুটে। তারা (বিশেষ সুবিধাভোগী) সংলাপের কথা বলে।
সমাবেশে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, গণধোলাই শুরু হয়ে গেছে। বিএনপি-জমায়াত কর্মী যেখানে পাবেন, ধইরা মিষ্টি (ধোলাই) খাইয়ে পুলিশে দেবেন। খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের নেতাদের পাকিস্তানে পাচার করারও পরামর্শ দেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫