ঢাকা: দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রেলে তেমন কোনো নাশকতা নেই বলে দাবি করেছেন রেলপথমন্ত্রী মো: মুজিবুল হক।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে দুর্র্বত্ত্বরা নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জগামী ট্রেনের দুটি বগি পুড়ে দেওয়ার পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কমলাপুর স্টেশন পুড়ে যাওয়া বগিগুলো দেখতে এসে তিনি এ দাবি করেন।
মন্ত্রী বলেন, আমরা রেলের সম্পদ রক্ষা করার চেষ্টা অব্যাহত রেখেছি। দু’একটি ঘটনা ছাড়া রেলে বর্তমানে তেমন কোনো নাশকতা নেই। তবে সকল কিছু প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি।
রেলমন্ত্রী বলেন, বিএনপি এখন সর্বহারা দলে পরিণত হয়েছে। চোরাগোপ্তা হামলা একমাত্র সর্বহারা ও জঙ্গীরাই করে থাকে।
খালেদা জিয়াকে ‘জঙ্গীনেত্রী’ উল্লেখ করে তিনি বলেন, তাকে একদিন মানুষ হত্যার জবাব দিতে হবে। জনরোষে খালেদা একদিন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে সেই দিন বেশি দূরে নয়।
রোববার রাতে নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জগামী ট্রেনের দুটি বগি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সোমবার ট্রেনটি কমলাপুর স্টেশনে নিয়ে আসা হলে মন্ত্রী দেখতে যান।
কমলাপুর স্টেশনে মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, নারায়ণগঞ্জের ঘটায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী সিকদার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫