ঢাকা: চলমান হরতাল-অবরোধ ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে খোলা চিঠি দিয়েছেন নুরুল আমিন চৌধুরী নামের এক শিক্ষক।
তিনি নোয়াখালীর ভুলুয়া কলেজের সাবেক অধ্যক্ষ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এসে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ এর কাছে চিঠি হস্তান্তর করেন।
তিনি সাংবাদিকদের বলেন, আগামীতে সহিংসতা আরো প্রকট আকার ধারণ করতে পারে। এটা আমার আধ্যাতিক চিন্তা থেকে পাওয়া। তাই কিছু দিনের জন্য চলমান হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাতেই নেত্রীর নিকট আমার এই খোলা চিঠি।
বিএনপির চেয়ারপারসনের কিছু দিন বিশ্রাম দরকার বলেও মন্তব্য করেন এ শিক্ষক।
এই চিঠির সঙ্গে তার নিজের লেখা সৌভাগ্যের পরশমণি নামের একটি বুকলেট দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫