নারায়ণগঞ্জ: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার সময় হরতাল দেশের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করলেও শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে শিক্ষাবাণিজ্য, শিক্ষার সাম্প্রদায়িকীকরণ ও প্রশ্নপত্র ফাঁসের কারণে মাটি করে দিচ্ছে।
শিশুবয়সে পাবলিক পরীক্ষা শিক্ষা পদ্ধতিতে সংযুক্ত করে শিশুর মানসিকতায় বিরূপ প্রভাব ফেলছে। প্রাথমিক স্তরেই শিক্ষাকে ভীতিকর এবং অসম প্রতিযোগিতামূলক আখ্যা দিয়ে পিএসসি পরীক্ষা বাতিল করা ও শিশুকালে হাতে প্রশ্নপত্র তুলে দিয়ে আগামী প্রজন্মকে নৈতিকতা বির্সজন দিয়ে গায়ে-গতরে মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘পাবলিক পরীক্ষায় হরতাল এবং প্রশ্নপত্র ফাঁস: আমাদের ভাবনা, করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ সব বিষয় তুলে ধরেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মৈত্রী ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক পিন্টু সাহা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহিদ সুজন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সজল বাড়ৈ, সংগঠনের সাধারণ সম্পাদক সবুজ শরীফ, সাংগঠনিক সম্পাদক সুমায়া আক্তার সিমু, অধ্যাপক রাশিদা প্রমুখ।
অধ্যাপক রাশিদা বলেন, আমাদের সর্বাঙ্গে ঘাঁ, মলম লাগাবো কোথায়। ’ আমাদের শিক্ষাব্যবস্থায় ঘা ধরেছে। শিক্ষাব্যবস্থা সব কিছুর সঙ্গে জড়িত। আমাদের শিক্ষার বহুমুখী শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে হবে। সবার মেধা অনুযায়ী মূল্যায়ন করতে হবে। সবাইকে এক দিকে ঠেলে দিলে চলবে না। যার যে দিকে মেধা, সেই দিকে যেতে দিতে হবে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেএম জিলানী শুভ বলেন, অভিভাবকরা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িয়ে পড়ছেন। প্রশ্নপত্র ফাঁস অঘটন না, একটি পরিকল্পিত সংকট। রাষ্ট্রকে ধ্বংস ও শিক্ষা ধ্বংসের প্রক্রিয়া।
সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু বলেন, একটি সুন্দর সংসার একটি সুন্দর শিশু উপহার দিতে পারে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ও এসএসসি পরীক্ষার্থীর বাবা প্রদীপ ঘোষ বাবু বলেন, আমাদের ছাত্রদের সংস্কৃতি চর্চার সময় নেই। তারা তো বই পড়েই শেষ করতে পারে না। নৈতিক অধঃপতন হয়েছে। এ নৈতিক অধঃপতন থেকে উত্তরণ করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, পিএসসি পরীক্ষা বাতিল করে শিশুদের মানসিক চাপ কমাতে হবে।
নারায়ণগঞ্জ জেলা খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম জহির বলেন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবর্তন হলে শিক্ষাব্যবস্থার পরিবর্তন সম্ভব।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫