ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ৪ নেতাকর্মীর ২ মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
রাজশাহীতে ৪ নেতাকর্মীর ২ মাসের কারাদণ্ড

রাজশাহী: রাজশাহী মহানগরীতে অবরোধ-হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আখতার সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ কারাদণ্ডাদেশ দেন।



মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকাল ৯টার দিকে নাশকতার পরিকল্পনাকালে খড়খড়ি বাইপাস থেকে সিনেট, সোহেল রানা, রাজু আহম্মেদ ও নিজাম উদ্দিনকে আটক করে পুলিশ। আটকরা জামায়াত-বিএনপির কর্মী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতার পরিকল্পনার কথা পুলিশের কাছে স্বীকার করেন।

ওসি আরও জানান, দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেন। বিকেলে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

নাশকতা রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।