দিনাজপুর: দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকার বাড়িতে এ অভিযান চালানো হয়।
এ সময় কোতোয়ালি থানা পুলিশ সদস্যরা ওই বাড়ি থেকে সাবান (৩৫) নামে বিএনপির এক কর্মীকে আটক করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর বাড়িতে বিএনপির নেতাকর্মীরা নাশকতা ঘটানোর আলোচনা করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলে একজনকে আটক করা হয়।
বাকিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও ওসি জানান।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫