সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বিষয়টি বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগ রয়েছে।
এছাড়া সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতীতে পেট্রোল বোমা হামলায় সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরিফ।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫