ঢাকা: ২০ দলীয় জোটের কারণে দেশে সৃষ্ট সহিংসতাকারী জঙ্গি দমন করতে সরকারের প্রতি নতুন আইন করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, জঙ্গিদের সাথে সংলাপ নয় বরং এদের দমন করতে সরকারের প্রতি নতুন করে আইন করার আহ্বান জানাচ্ছি।
সোমবার বিকেলে ঢাকা রিপোটার্স ইউনিটের (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে বিএনপি-জামায়াত জোটের ভিত্তিহীন হরতাল, অবরোধ পেট্রোল বোমায় মানুষ হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে বঙ্গবন্ধু ছাত্র যুব প্রজন্ম লীগ।
মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে অস্ত্র দেওয়া হয়েছে দেশের প্রয়োজনে ব্যবহার করার জন্য, তামাশা করার জন্য নয়। যারা এর বিরুদ্ধে কথা বলেন তাদের সাথে জঙ্গিদের যোগাযোগ রয়েছে।
দেশের এ পরিস্থিতিতে কি সরকারের ভিত্তি মজবুত হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার যে কঠিন পদক্ষেপ নিচ্ছে তা সঠিক। সরকারের পক্ষেই জনমত তৈরি হচ্ছে।
বঙ্গবন্ধু অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জঙ্গিদের সাথে সংলাপ করার নজির আমার জানা নেই। তাই সংলাপের কথা না বলে তাদের দমনে রাস্তায় নেমে আসুন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান আল-মামুন।
সংগঠনের সাধারণ সম্পাদক বিএম পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী সাজু ও এহসানুর রহমান ইনসান বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৫