রাজশাহী: দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, বোমাবাজি, অগ্নিসংযোগ, অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে রাজশাহী মহানগর শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি মহানগরীর সাহেব বাজার, জিরোপয়েন্ট, মণিচত্বর, সোনাদীঘির মোড় হয়ে পুনরার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবালসহ স্থানীয় নেতারা।
সমাবেশে বক্তারা অবিলম্বে টানা অবরোধ ও হরতালে মানুষ পুড়িয়ে হত্যা বন্ধ করার জন্য ২০ দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬