ঢাকা: মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও নারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ইর) বিকাল ৩টায় দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সভায় সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫।