ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিএনপি-জামায়াতের ৩৩ নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ফেনীতে বিএনপি-জামায়াতের ৩৩ নেতাকর্মীর নামে মামলা ছবি: প্রতিকী

ফেনী: ফেনীতে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপের ঘটনায় জেলা বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সোমবার বিকেলে ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেব বাদী হয়ে এ মামলা করেন।



মামলার আসামিদের মধ্যে অন্যতম হলেন, ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি নউমুল্লাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন, ফেনী শহর শিবির সভাপতি তারেক মাহমুদ, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন প্রমুখ।

ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউল হক বাংলানিউজকে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।

রোববার রাত ৯টার দিকে মহাসড়কের রামপুর রাস্তার মাথা ও মধুপুর রাস্তার মাথা এলাকায়  চট্রগ্রাম থেকে ঢাকাগামী দুইটি কাভার্ডভ্যানে পেট্রোল বোমা ও একটিতে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে এক কাভার্ডভ্যানের হেলপার হোসেন মিয়া দগ্ধ ও চালক আবদুল হালিম (৪৮) আহত হয়। অপর কাভার্ডভ্যানের চালক উদয় আহত হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।