ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

গুলশানে ককটেলে আশুলিয়া যুবলীগের অর্ধশত কর্মী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
গুলশানে ককটেলে আশুলিয়া যুবলীগের অর্ধশত কর্মী আহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: গুলশানে আওয়ামী লীগের কর্মসূচিতে ককটেল বিস্ফোরণে আশুলিয়া যুবলীগের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।



সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ঘেরাও করেন শ্রমিকরা। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান কর্মসূচির নেতৃত্ব দেন। কর্মসূচির শুরুর দিকে ও মাঝামাঝিতে দু’দফা ককটেলের বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে যোগ দেয় আশুলিয়া যুলীগের নেতাকর্মীরা। কর্মসূচিতে ককটেল হামলা হলে ৫০ জন নেতাকর্মী আহত হন।

এনাম মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক আসাদুল্লাহ রিপন বলেছেন, আহতদের মধ্য পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের শরীরের বিভিন্ন স্থানে সার্জারি করাতে হবে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।