টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বত্তরা। এসময় পুরো গাড়িতে আগুন লেগে ৭ জন দগ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাকুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতোয়ার রহমান বাংলানিউজকে জানান, রাতে বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস মধুপুর থেকে ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।
এতে পুরো গাড়িতে আগুন লেগে ৭ যাত্রী দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫