ঢাকা: দেশের চলমান সংকট নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, এটা শেখ হাসিনা বনাম খালেদা জিয়ার লড়াই না, শেখ হাসিনা ও খালেদা জিয়ার ক্ষমতার লড়াইও নয়। এটা মুক্তিযোদ্ধা বনাম রাজাকারের লড়াই।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ে দলের আয়োজনে এক স্মরণ ও বিএনপি-জামায়াতের বোমাবাজি-জ্বালাও-পোড়াও এর বিরুদ্ধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, দেশে যে লড়াই চলছে তা শেখ হাসিনা বনাম খালেদা জিয়ার লড়াই না। এটা গণতন্ত্র বনাম জঙ্গিবাদের লড়াই, গণতন্ত্র বনাম আগুন সন্ত্রাসের লড়াই।
সংকট সমাধানে যারা তদবির করছেন তাদের উদ্দেশ্য তথ্যমন্ত্রী বলেন, আপনারা খালেদা জিয়া ও আগুন সন্ত্রাসকে আলাদা আলাদাভাবে দেখবেন না। খালেদা জিয়া ও আগুন সন্ত্রাস এক এবং অভিন্ন। খালেদা জিয়া জঙ্গিবাদী, নাশকতা ও আগুন সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলেন, গণতন্ত্রকে যদি বাঁচাতে চান, যদি মানবতাকে বাঁচাতে চান, তাহলে আগুন সন্ত্রাসী দানবদের দমন করার পরই কেবল রাজনীতির অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে। রাজনীতি, গণতন্ত্র নিয়ে যদি আলোচনার পরিবেশ সৃষ্টি করতে চান তাহলে সম্পূর্ণরূপে আগুন সন্ত্রাসী দমন করতে হবে।
হাসানুল হক ইনু তদবিরকারীদের উদ্দেশ্যে আরো বলেন, শেখ হাসিনা ও খালেদা জিয়াকে যারা এক পাল্লায় মাপার পরিকল্পনা করছেন তারা কার্যত ভুল করছেন। শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক পাল্লায় মেপে কোনো লাভ নেই। সমান সমান ভাবারও কোনো কারণ নেই।
জাসদের প্রয়াত নেতা কাজী আরেফসহ পাঁচ নেতার এ স্মরণ সভার সভাপতিত্ব করেন দলের কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল এমপি।
সভায় জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সহ সভাপতি সংসদ সদস্য রেজাউল করিম, সংসদ সদস্য শিরীন আকতার, উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রকৌশলী মনির উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখন।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘন্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫