বগুড়া: বগুড়ায় ফের পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক ও সহযোগী আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় বাবলু সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, কয়লা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৯৬৪৪) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-বগুড়া মহাসড়কের বাবলু সিএনজি স্টেশনের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় আহত ট্রাক চালক কাদের (৩৮) ও সহযোগী লিটন কাজীকে (২৬) উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫