ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের মানুষ খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
দেশের মানুষ খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: দেশের মানুষ খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, ক্ষমতার নেশায় বিএনপি নেত্রী অন্ধ হয়ে গেছেন। তিনি হরতাল ডাকলে কেউ তা মানে না। দলের নেতাকর্মীরা তার ডাকে সাড়া দেন না। সন্ত্রাসী দিয়ে পেট্রোল বোমা মেরে মানুষকে ঠেকিয়ে রাখা যায় না।

শিখর বলেন, রাস্তায় রাস্তায় গাড়ির জ্যাম, ফেরিঘাটে গাড়ির লম্বা লাইন তা প্রমাণ করে দেশের মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকজ কুণ্ডু, সাধারণ সম্পাদক বাবুল ফকির, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।