ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার প্রবেশে পুলিশি বাধা এবং কার্যালয় ঘেরাও কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মির্জা আব্বাস ও হাবিব উন নবী খান সোহেল বলেন, নৌমন্ত্রী শাজাহান খানের লোকজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও করতে চেয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
‘অবরোধ-হরতাল ডেকে খালেদা জিয়া কার্যালয়ে অবস্থান করে পেট্রোল বোমা হামলার নির্দেশ দিচ্ছেন’, সংসদে রোববার প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বিএনপি পেট্রোল বোমার এ ঘৃণ্য রাজনীতি কোনদিন করেনি, আগামীতেও করবে না।
বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ঢাকা মহানগরের সর্বস্তরের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫