মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনে সভাপতি পদকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৫নং ওয়ার্ড সভাপতি দবির আলী মাস্টার ও কর্মী আব্দুস সাত্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন কোমরপুর বাজারে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে ইউনিয়নের ত্রিবার্ষিক কাউন্সিল চলছিল।
এসময় সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও আওয়ামী লীগ নেতা নান্নুর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে, উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়িতে ছয়জন আহত হন। পরে উপস্থিত নেতাকর্মীরা সংঘর্ষ থামালেও, কমিটি গঠন না করে এলাকা থেকে চলে আসেন।
কাউন্সিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক মোল্লাসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫