রাজশাহী: রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি নাফিস রাইয়্যান ও সমাজসেবা সম্পাদক সাঈদ আমীন মুলহীমকে আটক করা করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) মহানগর প্রচার সম্পাদক আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর পবা কলেজ মোড় থেকে তাদের আটক করেছে শাহ মখদুম থানা পুলিশ। তারা বর্তমানে শাহ মখদুম থানায় রয়েছেন।
তবে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে, তিনি তিন শিবির নেতাকে আটকের বিষয়টি অস্বীকার করেন।
যদি কাউকে আটক করা হয়, তাহলে পরে অবশ্যই জানানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫