মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে হামলা চালিয়ে ছাত্রদের মারধর ও হোস্টেলের দু’টি কক্ষ ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের নারী হোস্টেলে প্রায়ই স্থানীয় সুবীর বালা, সমর ও মুকুলসহ কয়েকজন বখাটে উত্যক্ত করত। সোমবার দুপুরে ওই বখাটেরা কলেজে এসে ছাত্রীদের উত্যক্ত করলে কলেজের ছাত্ররা বাধা দেয়। এতে ক্ষিপ্ত তারা কলেজের ছাত্রদের মারধর ও ভাংচুর করে।
এসময় কলেজের আবাসিক ছাত্র দৈপায়ন মন্ডল (১৭), সুব্রত কীর্তনীয়া (১৭) ও রফিক ইসলামসহ (১৮) কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষক অঞ্জন রায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবুবকর সিদ্দীক বলেন, এ বিষয়টি নিয়ে সালিস মীমাংসার জন্য বৈঠক চলছে।
মাদারীপুর জেলা প্রশাসক বলেন, বিষয়টি আমার নলেজে এসেছে। ঘটনাস্থলে পুলিশ সুপার ও ইউএনও রয়েছেন। তারা মীমাংসার চেষ্টা চালাচ্ছেন।
বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫