সিলেট: কোনো ধরনের উত্তাপ ছাড়াই সিলেটে চলছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের তৃতীয় দিন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর কোথাও কোনো ধরণের বিশৃঙ্খলা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।
দিনের শুরু থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২০ দলের নেতাকর্মীদের রাজপথে দেখা মিলেনি। সকাল থেকে নগরীর সব ক’টি সড়কে ছোট-বড় যানাবহন চলাচল করছে। ক্রমশ খুলছে নগরীর দোকানপাট।
আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করলেও আন্ত:জেলা বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
এছাড়া সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে জানান, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
বিশৃঙ্খলা ঠেকাতে পোষাকে-সাদা পোষাকে পুলিশি টহল জোরদার রাখা হয়েছে। হরতালে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচির ঘোষণা করে ২০ দলীয় জোট।
বাংলাদেশ সময়: ১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫