সিলেট: মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ থেকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, আটককৃতদের মধ্যে বিএনপি ও জামায়াতের ছয় নেতাকর্মী রয়েছেন।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বাংলানিউজকে জানান, জেলায় বিশেষ অভিযানে জকিগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্করসহ ২৭ জনকে আটক করা হয়।
আটকদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫