বরিশাল: হরতাল ও অবরোধ সমর্থনে বরিশালে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বরিশাল নগরের বিএম কলেজের সামনে বিক্ষোভ মিছিল করে তারা।
এদিকে, সকালে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। এছাড়া রুপাতলী বাসস্ট্যান্ড, চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বাংলাদেম সময়: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫