জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শ্রেণি কক্ষসহ পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষের তালায় ‘সুপার গ্লু’ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
৪ দফা দাবিতে ডাকা চারদিনের সর্বাত্মক ধর্মঘটের প্রথমদিন সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নতুন কলা ভবনের বিভিন্ন বিভাগ ও অনুষদের কর্মকর্তারা তালা খুলতে গেলে ‘সুপার গ্লু’ দেওয়ার বিষয়টি নজরে আসে। পরে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে প্রশাসন প্রায় ২৭টি তালা কেটে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, বহিস্কৃত ছাত্রদের বহিস্কারাদেশ প্রত্যাহার ও পরীক্ষাদানে সুযোগ, আটক ছাত্র নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং সহবস্থান নিশ্চিতের দাবিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
ধর্মঘটের অংশ হিসেবে বিভিন্ন বিভাগের তালা দেওয়া হয়েছে বলে জানান ছাত্রদল
নেতা মুরাদ হোসেন হিরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরীকে ফোন করা হলে তিনি ফোন রিসিভি করেন নি। যোগাযোগ করার চেষ্টা করা হলে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার মোবাইলফোনও বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫