ফেনী: ফেনীর দাগনভূঁঞা উপজেলায় বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ কায়সার (২৫) নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে দাগনভূঁঞা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,
কায়সার উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের সওদাগর বাড়ির কাজেম আলীর ছেলে এবং পৌরসভার দুই নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী।
তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ হোসেন জানান, গ্রেফতার কৃত কায়সার ছাত্রলীগের কেউ নয়।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫