ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় প্রাণের পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বগুড়ায় প্রাণের পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন

বগুড়া: বগুড়ায় প্রাণ কোম্পানির পণ্যবাহী কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন চালক সেকেন্দার ও তার সহযোগি দুলাল।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের এরোলিয়া নামকস্থানে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও গাড়িটির কেবিনসহ সামনের অংশ পুড়ে যায়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি অস্বীকার করলেও বেলা ১১ টার দিকে স্থানীয়দের বর্ণনা শুনে ও ঘটনার ভিডিও চিত্র দেখার পর বাংলানিউজকে জানান, এটা তেমন কোনো ঘটনা নয়।      

তবে বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, তিনি প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের কথা শুনেছেন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।