ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে মহিলাদলের মিছিল, আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
রাজশাহীতে মহিলাদলের মিছিল, আটক ৭

রাজশাহী: ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে রাজশাহী মহানগরীতে মিছিল করেছে মহিলাদল নেতাকর্মীরা। মিছিল শেষে ফেরার পথে দলটির সাত নেতাকর্মীকে আটক করে পুলিশ।



রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সামনে থেকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করে মহানগর গোয়েন্দা শাখা পুলিশ। ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আটকরা হলেন-রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত-৩ আসনের কাউন্সিলর ও মহিলাদল নেত্রী মুসলিমা বেগম বেলী, অ্যাডভোকেট মিতালী, জান্নাতুল ফেরদৌস (১), মনোয়ারা, মমতাজ, রিজিয়া ও জান্নাতুল ফেরদৌস (২)।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, অবরোধ-হরতালের সমর্থনে মহানগর মহিলাদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেলদারপাড়া মোড়ে পৌঁছলে পুলিশ আসার খবর পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যান। পরে চেম্বার ভবনের সামনে থেকে রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলীসহ মহিলা দলের সাত নেতাকর্মীকে আটক করা হয়।

এদিকে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ দলীয় জোটের ৮ নেতাকর্মী রয়েছেন।

বাংলদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।