ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গুলশানে হরতাল বিরোধী বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
গুলশানে হরতাল বিরোধী বিক্ষোভ ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদে গুলশানে বিক্ষোভ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি নামক একটি সংগঠন।
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গুলশান-২ গোলচত্বরে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।


 
মিছিলে হরতাল-অবরোধ বিরোধী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘দেশবিরোধী’ ও ‘পাকিস্তানি’ উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
 
৪৫ মিনিটের ওই বিক্ষোভ মিছিলে ৫০-৬০ জন অংশ নেন। এসময় পুলিশ তাদের ঘিরে রাখেন।
 
এই বিক্ষোভকে কেন্দ্র করে সকাল থেকেই গুলাশান-২ চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর আগে ১৬ ফেব্রুয়ারি সোমবার এক কর্মসূচিতে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময় : ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।