ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে নাশকতার দুই মামলায় আসামি ৩৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সিলেটে নাশকতার দুই মামলায় আসামি ৩৪

সিলেট: চলমান অবরোধ ও ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সিলেটে নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।

সোমবার রাতে সিলেট কোতোয়ালি থানায় মামলা দু’টি দায়ের করা হয়।



নগরীর নয়াসড়কে গাড়িতে পেট্টোলবোমা নিক্ষেপ ও শপিংমলে হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় বিএনপি ও ছাত্রদলের অজ্ঞাত ১৩/১৪ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া মীরের ময়দানে সিএনজিচালিত অটোরিকশায় ককটেল নিক্ষেপ ও আহতের ঘটনায় অটোরিকশা মালিক বাদী হয়ে অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সিলেট কোতোয়ালি জোনের সহকারি কমিশনার (এসি) সাজ্জাদুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর নয়াসড়কে একটি মাইক্রোবাসে পেট্টোলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে এক নারী আহত হন। এ সময় একটি শো-রুমেও ককটেল নিক্ষেপ করা হয়।

এছাড়া দুপুর ১টায় নগরীর মিরের ময়দানে সিএনজিচালিত অটোরিকশায় ককটেল নিক্ষেপের ঘটনায় দুই শিশুসহ অটোরিকশা চালক আহত হন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।