সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন জামায়াতের আমির হেলাল উদ্দিন খানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে সোমবার রাত ১১টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেল ক্রসিংয়ের পাশে ক্লিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেম সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫