খুলনা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে খুলনায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের মহানগর দলীয় কর্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলা ও মহানগর শাখা এ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এতে নেতৃত্ব দেন মহানগর শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম মোল্লা ও জেলা শ্রমিক লীগের সভাপতি বিএম জাফর।
মিছিলে উপস্থিত ছিলেন- খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা এমপি ও মহনগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষসহ জেলা এবং মহানগর নেতারা।
এছাড়া পৃথক দুই স্থানে হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় নগরীর পিটিআই মোড় থেকে মহানগর আওয়ামী লীগের একটি মিছিল বের হয়।
মিছিলে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপি।
অপরদিকে দুপুর সাড়ে ১২টায় খুলনা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সদর থানা ও সোনাডাঙ্গা আওয়ামী লীগ যৌথভাবে একটি মিছিল বের করে ।
মিছিল শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫