ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

নিরাপত্তার দাবিতে ‘সহিংসতা বিরোধী সাংবাদিক সমাজ’র মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
নিরাপত্তার দাবিতে ‘সহিংসতা বিরোধী সাংবাদিক সমাজ’র মানববন্ধন প্রতীকী

ঢাকা: সন্ত্রাস, নৈরাজ্য, যানবাহনে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমার ভয়াবহতা থেকে সংবাদকর্মীসহ নিরীহ মানুষের নিরাপত্তার দাবিতে সমাবেশ করেছে ‘সহিংসতা বিরোধী সাংবাদিক সমাজ’।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, পেট্রোলবোমার মতো অমানবিক রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করে সুস্থধারার রাজনীতির চর্চা করতে হবে।

দেশ ও মানুষের কল্যাণের জন্য সন্ত্রাস, নৈরাজ্য বাদ দিতে হবে।

অবরোধ-হরতাল আহ্বানকারী বিরোধী জোটের প্রতি ইঙ্গিত দিয়ে তারা বলেন, ক্ষমতার জন্য মানুষ পুড়িয়ে মারা, যানবাহনে আগুন দেওয়া, চরম অমানবিক। এ অমানবিকতা থেকে যেমন নিরীহ মানুষ রক্ষা পাচ্ছেন না, তেমনি সংবাদকর্মীরাও নির‍াপদ বোধ করছেন না।

বাসসের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক আমিরুল মোমিনীনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফরার, সাবেক সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল এবং সহিংসতা বিরোধী সাংবাদিক সমাজের আহ্বায়ক খায়রুল আলম।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।