ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ক্ষমতার লোভে খালেদা দেশ ইজারা দিতে চায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
ক্ষমতার লোভে খালেদা দেশ ইজারা দিতে চায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্ষমতার লোভে খালেদা জিয়া আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের কাছে দেশ ইজারা দিতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি’২০১৫) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) আয়োজিত ‘ভাষা আন্দোলন ও কমরেড মোহম্মদ তোয়াহা’র ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত‍ৃতায় তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা নির্বাচন করতে পারলে দেশে শান্তি হয় এইকথা কিন্তু সত্য নয়। প্রতিপক্ষকে জানে মারার পরিকল্পনা করে। খালেদা ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াকে ও জনপ্রিয় নেতা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, খালেদা যতবারই ক্ষমতায় গেছেন ততবারই জঙ্গিবাদ হয়েছে। মুক্তিযোদ্ধাদের খাটো করা হয়েছে আর রাজাকারদের মহিমান্বিত করা হয়েছে।

ক্ষমতার সিংহাসন পাওয়ার জন্য খালেদা আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের কাছে দেশ ইজারা দিতে চায়। এদেশে তালেবানি রাজনীতি চলবে না। আগুন সন্ত্রাসী চলবে না বলে স্পষ্ট উচ্চারণ করেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস, আগুন নাশকতার মূল নেত্রী পরিকল্পনাকারী হলেন খালেদা। তাদের সঙ্গে সমোঝতা সংলাপ নয় তাদেরকে দমন বর্জন, ও বিতাড়ন করতে হবে। তাদেরকে নি:শর্ত আত্মসমর্পণ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এম.এল)সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া।
 
বাংলাদেশ সময়: ১৪১৭ ‍ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।