নোয়াখালী: নোয়াখালীতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার দুপুর ২টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক ছাবের আহম্মেদ হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ছাত্রদলের দাবি, নোয়াখালী শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজগর উদ্দিন দুখু, জেলা ছাত্রদল নেতা আবু সাদেক জুয়েলসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে তারা এ হরতাল ডেকেছে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫।