ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে বুধবার ছাত্রদলের সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
নোয়াখালীতে বুধবার ছাত্রদলের সকাল-সন্ধ্যা হরতাল ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার দুপুর ২টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক ছাবের আহম্মেদ হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।



জেলা ছাত্রদলের দাবি, নোয়াখালী শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজগর উদ্দিন দুখু, জেলা ছাত্রদল নেতা আবু সাদেক জুয়েলসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে তারা এ হরতাল ডেকেছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।