ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার চার্জশিটভুক্ত ৩০ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কড়া নিরাপত্তায় ফেনী কারাগার থেকে আসামিদের ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে হাজির করা হয়।
০৯ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
২০১৪ সালের ২০ মে শহরের একাডেমী এলাকায় প্রকাশ্য দিবালোকে উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫