ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ২২

সিরাজগঞ্জ: নাশকতার অভিযোগে সিরাজগঞ্জের দু’টি উপজেলা থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



সিরাজগঞ্জ পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তা আসাদ হোসেন বাংলানিউজকে জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক লেবু শেখ ও যুবদল  কর্মী বাবু ইসলামকে আটক করা হয়।

একই সময় রায়গঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে বিএনপির সাবেক সভাপতি নুর সাঈদের ভাতিজা সোহাগ, পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দের ছেলে মোস্তাকিন আকন্দ, বিএনপি নেতা সাকা ভূঁইয়ার ছেলে প্রভাষক আবু ফাত্তা, সাইদুল ইসলামসহ বিএনপি জামায়াত ও বিভিন্ন মামলার ১৯ আসামিকে আটক করা হয়।

এদিকে, ২০ দলের ডাকা হরতাল ও অবরোধ চলছে। সকাল থেকে শহরের দোকানপাট, দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরীণ রুটে ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে ট্রেন চলাচল করলেও সিডিউল মোতাবেক চলাচল করতে পারছে না।

জেলার গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত, ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল অব্যাহত রয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।